ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে বগুড়ার গর্ব মুশফিকুর রহিম
আইসিসির ওয়েবসাইটে র্যাঙ্কিং নিউজের শুরুতেই ঢাকা টেস্টে ডাবল সেঞ্চুরি করা মুশফিকুর রহিমকে দিয়ে সূচনা
আইসিসির ওয়েবসাইটে র্যাঙ্কিং নিউজের শুরুতেই ঢাকা টেস্টে ডাবল সেঞ্চুরি করা মুশফিকুর রহিমকে দিয়ে সূচনা। ‘একই সময়ে ঢাকা, পাল্লেকেলে ও আবুধাবি টেস্ট শেষ হওয়ার পর ব্যাটসম্যানদের মধ্যে ব্যাপক উন্নতি করেছেন মুশফিক’।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামার আগেই সুখবর শুনলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সবশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে , টেস্ট ব্যাটিংয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছে গিয়েছেন মুশফিক। আজ (২০ নভেম্বর) প্রকাশিত হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়েছেন মুশফিক, উঠে এসেছেন ১৮ নম্বরে। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে নিজের ক্যারিয়ার সেরা ২১ নম্বরে উঠেছিলেন তিনি। বর্তমানে মুশফিকের রেটিং পয়েন্ট ৬৩২।
সেরা ১০ দল: ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
সেরা ১০ ব্যাটসম্যান: বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুট, ডেভিড ওয়ার্নার, চেতশ্বর পুজারা, দিমুথ করুনারত্নে, ডিন এলগার, এইডেন মার্করাম ও দিনেশ চান্দিমাল।
সেরা ১০ বোলার: জেমস অ্যান্ডারসন, কাগিসো রাবাদা, মোহাম্মদ আব্বাস, ভারনন ফিল্যান্ডার, রবিন্দ্র জাদেজা, ট্রেন্ট বোল্ট, প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, নেইল ওয়াগনার।
সেরা ৫ অলরাউন্ডার: সাকিব আল হাসান, রবিন্দ্র জাদেজা, জেসন হোল্ডার, ভারনন ফিল্যান্ডার ও রবিচন্দ্রন অশ্বিন।