বগুড়া সদর উপজেলা

আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত ১৮ নারী-পুরুষকে জরিমানা

বগুড়ায় আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে অসামাজিক কাজে লিপ্ত থাকা ১৮ নারী-পুরুষকে জরিমানা করেছে

মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মণ্ডলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের সেউজগাড়ি এলাকায় গৌধুলী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নয়জন নারী ও নয়জন পুরুষকে আটক করে।

জানা যায়, গোপনে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে গৌধুলী আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ১৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে  নারী যৌনকর্মীও ছিলো। তারা অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমান আদালতে প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে জরিমানা আদায় করে পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ছাড়া কেয়ারটেকার জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। কেয়ারটেকার জরিমানার টাকা পরিশোধ করে রেহাই পেয়েছে বলে জানান জগৎবন্ধু মণ্ডল।

তথ্যসুত্রঃ ঢাকা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button