প্রয়োজনীয় তথ্য
বগুড়া সহ নতুন ৬ জেলায় চালু হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার
ডিসেম্বরের শেষে বগুড়া সহ ৬ জেলায় চালু হচ্ছে ভারতীয় নতুন ভিসা সেন্টার
ডিসেম্বরের শেষে বগুড়া সহ ছয় জেলায় চালু হচ্ছে ভারতীয় নতুন ভিসা সেন্টার। ঢাকাসহ বর্তমানে মোট নয়টি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এখন ভিসা আবেদন করা যায়। এবার যোগ হচ্ছে আরও নতুন ৬টি সেন্টার। নতুন ভিসা রিসিভিং সেন্টারগুলো হলো – বগুড়া, কুমিল্লা, সাতক্ষীরা, নোয়াখালি, ব্রাহ্মণবাড়িয়া ও ঠাকুরগাঁও।
মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি হলে এক ব্রিফিংয়ে হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিষয়টি জানান।
শ্রিংলা বলেন, বর্তমানে বাংলাদেশে নয়টি জেলায় আমাদের ভিসা রিসিভিং সেন্টার রয়েছে। আগামী ডিসেম্বরের শেষে যোগ হচ্ছে আরও ছয়টি। যমুনা ফিউচার পার্কের আদলে সবগুলো ভিসা সেন্টার সাজানো হবে। সময়ও লাগবে কম।