বগুড়া সদর উপজেলা
মাটিডালী বিমানমোড় ব্রীজে বাড়ছে ছিনতাই কারীদের আনাগোনা
মাটিডালী বিমান মোড় ব্রীজে সন্ধ্যা নামার সাথেই বেড়ে যায় অপরাধ চক্র ও ছিনতাই কারীদের আনাগোনা
সড়কপথে বগুড়া থেকে বের হওয়ার পথ ৩ টি এর ভিতর অন্যতম বলা যেতে পারে মাটিডালী বিমানমোড় থেকে বনানী বাইপাস রোড।
এই রোডে সব থেকে বেশি বাস চলাচল করলেও মাটিডালী বিমান মোড় ব্রীজে সন্ধ্যা থেকেই অপরাধ চক্র ও ছিনতাই কারীদের আনাগোনা বেড়ে যায়। যার ফলে মাটিডালী বিমান মোড় ব্রীজের উপর সাধারন মানুষেরা প্রতিনিয়ত ছিনতাইকারীদের কবলে পরে।
কর্তৃপক্ষের কাছে এর প্রতিকারের দাবি সাধারন মানুষের। জনস্বার্থে এখানে রাতে বাতির তথা ল্যাম্পপোষ্টের ব্যাবস্থা নিলে ছিনতাইকারীদের আনাগোনা কমে যাবে বলে মনে করছে পথচারীরা ।
ছবি লেখাঃ আরিফ শেখ