বিনোদন
এবার হিরো আলমের প্রশংসা করলেন নায়লা নাঈম
নায়লা নাঈম, সোশ্যাল মিডিয়া থেকে জনপ্রিয় হওয়া এই মডেল এবার আরেক সোশ্যাল থেকে পরিচিত হিরো আলমকে নিয়ে মন্তব্য করলেন। শুধু মন্তব্য নয় সেটা স্তুতি বাক্য। যখন হিরো আলমের মনোনয়ন ক্রয় করা নিয়ে দেশের সোশ্যাল মিডিয়ায় বইছে আলোচনা-সমালোচনার ঝড় তখন প্রশংসা এলো নায়লা নাঈমের কাছ থেকে।
নায়লা নাঈম নিজের ফেসবুক হ্যান্ডেলে হিরো আলমকে খাঁটি মনের মানুষ উল্লেখ করে বলেন, ‘তাকে নিয়ে যে যাই মন্তব্য করুক না কেন… তিনি একজন খাঁটি মনের মানুষ’
২০১৪ সালের শেষের দিকে নায়লা নাঈম র্যাম্প মডেল থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হন। তারপর তিনি মূল গণমাধ্যমের সংবাদে আসেন। ব্যক্তিগত জীবনে নায়লা নাঈম দন্ত চিকিৎসক। পাশপাশি মডেলিং ও আইটেম গানে পারফর্ম করছেন তিনি।