খেলাধুলাবগুড়া সদর উপজেলা
বিশ্ব রেকর্ড গড়তে বগুড়ায় এবার নারীদের বিশাল সাইকেল র্যালী
বগুড়া জেলা পুলিশ কর্তৃক নারীদের বিশাল সাইকেল র্যালীর আয়োজন

“নিজেকে অালোকীত করো নারী। জ্বলবে অালো জগৎময়। নারী তুমি মূলমন্ত্র ধরো ; মুখ লুকিয়ে অার নয়। ” End Violence Against Women
বগুড়া জেলা পুলিশ কর্তৃক আগামী ৩০/১১/২০১৮ খ্রীঃ রোজ- শুক্রবার, সকাল- ০৮.০০ ঘটিকায় পুরাতন আজিজুল হক কলেজ মাঠে শুধু মেয়েদের বিশাল এক বাই সাইকেল র্যালীর আয়োজন করা হয়েছে। র্যালীটি কলেজ মাঠ হতে শুরু হয়ে বনানী মোড়ে গিয়ে শেষ হবে। উক্ত র্যালীর শুভ উদ্বোধন করবেন বগুড়া জেলার পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঞা বিপিএম মহোদয়।
সার্বিক নিরাপত্তার দ্বায়িত্বে থাকবে বগুড়া জেলা পুলিশ।
ছবিঃ Fulbari Police Fari Bogura ফেসবুক পেজ থেকে থেকে সংগৃহীত।