ফিচারবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ৫ শতাধিক নারী সাইকেল র‍্যালী করে ইতিহাস সৃষ্টি করলো

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বগুড়া জেলা পুলিশ এই র‌্যালির আয়োজন করে।

‘নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য’ ‘জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে, আমরা সবাই আছি একসাথে’ এই শ্লোগানে জেলা পুলিশ এবং আস্থা প্রকল্পের সহযোগিতায় বগুড়ায় অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী সাইকেল র‍্যালী।

নারীর প্রতি সহিংসতা রোধে‘আর্ন্তজাতিক নারী প্রতিরোধ পক্ষ’ উপলক্ষে র্যা লীতে বগুড়া জেলার ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫২৫ জন নারী সাইকেল র‍্যালীতে অংশ নেয়। র‍্যালীর শুরুতে পুরাতন আজিজুল হক কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, অধ্যক্ষ শাহাজাহান আলী প্রমুখ।

ছবিঃ তৌহিদ পারভেজ বিপ্লব

বেলা ১১টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন চত্বরে বেলুন উড়িয়ে সাইকেল র‍্যালী উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ। এরপরপরই মেয়েরা সাইকেল চালিয়ে র‍্যালী শুরু করে। ডিসি ছিলেন ঘোড়ার গাড়িতে আর র‍্যালীতে অংশ নেন পুলিশ সুপারসহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী, সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ জেলা পুলিশের কর্মকর্তারা।

স্থানীয়রা বলেছেন, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা’র নেতৃত্বে ছয় শতাধিক মেয়েদের সাইকেল র‍্যালী বিশ্ব রেকর্ড গড়লো। এমন দৃশ্য বিশ্বের কোথাও দেখা যায়নি, এটিই প্রথম। র‍্যালীটি সরকারী আযিযুল হক কলেজ থেকে শুরু হয়ে কালিতলা,বড়গোলা,সাতমাথা এবং শেরপুর রোড হয়ে পুলিশ লাইন্স মাঠে এসে শেষ হয়। এরপর সেখানে সকল স্বুলের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন বগুড়ার পুলিশ সুপার মোঃ আশরাফ আলী ভূঞা বিপিএম । এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, আস্থা প্রকল্পের সমন্বয়ক মাসুদা ইসলামসহ অন্যরা।

ছবিঃ তৌহিদ পারভেজ বিপ্লব

সাইকেল র‍্যালীর পূবে অংশ নেয়া নারীদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন। ব্যতিক্রমী এই আয়োজনে শত শত উৎসুক দর্শক উপভোগ করেন।

https://youtu.be/J3XyYzNcxhY

এই বিভাগের অন্য খবর

Back to top button