বগুড়া থেকে চট্টগ্রামে গিয়ে স্বামীকে হত্যা!
বগুড়া শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার আব্দুল আজিজের মেয়ে আশা আক্তারকে বিয়ে করেন চট্টগ্রামের শামীম। প্রথম সংসারের স্ত্রী-সন্তানের কথা গোপন রেখে এ বিয়ে করেন তিনি। বিয়ের পর আশা বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার। প্রতারিত হওয়ার ক্ষোভ থেকে স্বামীকে ঘুমন্ত অবস্থায় মুখের ওপর কম্বল চাপা দিয়ে এবং গলা কেটে তাকে হত্যা করেন আশা।
আশা আক্তার (২৩) বগুড়া শহরে একটি বায়িং হাউজে চাকরির পাশাপাশি ভোকেশনাল ইনস্টিটিউট থেকে তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। আশা পুলিশকে জানান, স্বামীকে হত্যার পর তিনি পালিয়ে যান চট্টগ্রাম থেকে বগুড়ায়।
ওসি জানান, শামীম ফেসবুকে এক মেয়ের সঙ্গে নিয়মিত কথা বলত প্রথম স্ত্রীর দেয়া এমন তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে আশা আক্তারের বিষয়ে জানা যায় এবং ১৯ ফেব্রুয়ারী তাকে বগুড়া থেকে গ্রেফতার করা হয়।
পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, ভাড়া নেয়া বাসাটিতে সকালে স্ত্রীকে নিয়ে উঠেছিলেন শামীম। একটি ফোন কলের সূত্র ধরে আমরা অনুসন্ধান চালিয়ে শামীমের বাসার ঠিকানা পাই এবং স্বজনদের খুঁজে বের করি। শামীমের মা এবং প্রথম স্ত্রী তার লাশ শনাক্ত করেন।
ওসি বলেন, ‘আমরা ওই মেয়ের বাসা থেকে তার রক্তমাখা জামা উদ্ধার করেছি। জিজ্ঞাসাবাদে তিনি জানান, এই খুনের ঘটনা তিনি একাই ঘটিয়েছেন। মূলত প্রতারিত হওয়ার ক্ষোভ সহ্য করতে না পেরে তিনি স্বামীকে হত্যা করেছেন বলে জানান।