শেরপুর উপজেলা
বগুড়া শেরপুরের টার্কি খামারিরা পড়েছে বড় ধরনের লোকসানে!
বগুড়া শেরপুরে রয়েছে অনেক টার্কি মুরগীর খামার কিন্তু বাচ্চার দাম কমে যাওয়া, খাদ্যের দাম বেশি এবং বড় ধরনের রোগবালাইয়ের আক্রমনে মড়ক লাগা সহ বহুবিধ সমস্যার কবলে পড়ে নিজ নিজ উদ্যোগেগড়ে উঠা প্রায় ৫ শতাধিক খামারের মধ্যে ইতিমধ্যেই বেশির ভাগ খামারবন্ধ হয়ে গেছে।
খাবারের দাম বেশি, ডিম ও বাচ্চার দাম কম এবং মাংসের চাহিদা তুলনামুলক না থাকায় লোকসান গুনতে হচ্ছে খামারিদের। ফলে এইশিল্প ধ্বংসের পথে।
টার্কি শিল্প রক্ষায় খামারিরা বলেন, আমরা বারবার সরকারের কাছে দাবি করছি আমরা খামারীরা দেশের মাংস ও ডিমের চাহিদা মেটাতে সক্ষম। আমরা মনেকরি, দেশের টার্কি খামারিকে বাঁচিয়ে রাখতে হলে ডিম, মাংসের চাহিদা ও বিদেশে রপ্তানি করলে এ শিল্প বেঁছে থাকবে।