বগুড়া জেলা পরিচিতিবগুড়া সদর উপজেলা

বগুড়ার একুশে বই মেলা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে বিডি ক্লিন-বগুড়া

প্রতিদিন বিকাল ৪.৩০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বই মেলায় থাকছে বিডি ক্লিন-বগুড়া।


খালি পানির বোতল বা ময়লা বিডি ক্লিনের নির্ধারিত ডাস্টবিনে ফেললেই উপহার হিসাবে মিলছে কলম বা মাস্ক।


বিডি ক্লিনের বগুড়ার সমন্বয়ক ফেরদৌস ওয়াহিদ সুমন বগুড়া লাইভকে জানান, পরিচ্ছন্নতার বিষয়ে শিশুদের উৎসাহ দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। মেলা চলাকালীন নয় দিনই তারা শিশুদের উৎসাহ প্রদানের জন্য এই উপহার কর্মসূচী চালিয়ে যাবেন।


এছাড়া প্রায় প্রতিদিন মেলায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে বিডি ক্লিন-বগুড়া। তারা নিজ হাতে ময়লা পরিস্কার করে মেলায় আগত মানুষ জনকে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিচ্ছে। এছাড়া মেলা সংলগ্ন বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার টিও পরিচ্ছন্ন রাখছে তারা। এবং সাথে সাথে তারা সাধারণ মানুষকে অনুরোধ করছে শহীদ মিনারে খালি পায়ে উঠতে।বই মেলা শেষে বিগুড়া জিলা স্কুলে এস.এম.ই মেলা এবং বগুড়া আন্তজার্তিক বাণিজ্য মেলাতে এইরকম ইভেন্ট করার ইচ্ছা প্রকাশ করেছেন তারা।

এই বিভাগের অন্য খবর

Back to top button