৬ হাজার টাকার জন্য বগুড়া শিবগঞ্জে এক কিশোরকে পিটিয়ে হত্যা
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে কাজের ৬ হাজার টাকা না পাওয়ায় এক কিশোর কে পিটিয়ে হত্যা করেছে পাওনাদার।
গত ২০ জানুয়ারী সন্ধ্যা ৭টায় সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ছাইমদ্দিনের ছেলে আজিজুর রহমান তারেক কে একই এলাকার আব্দুর রাজ্জাক রাজু মেম্বর, মোজাফ্ফর, মিজু মিয়া মোবাইল ফোনে পূর্বপরিকল্পিত ভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
পরে তাকে দেউলী সড়কের বাঙালী আড়ার নিকটে ব্রিজের পার্শ্বে বেধড় মারপিট করে। এতে সে গুরুত্বর অসুস্থ হল। তার অবস্থার বেগতিক দেখে মুখের মধ্যে জোর করে গ্যাস ট্যাবলেট ঢুকিয়ে পান করে ফেলে রেখে যায়।
তার অবস্থার মারাত্মক অবনতি হলে তার নিকট আত্মীয়রা খোজ পেয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় তারেক মৃত্যুবরণ করে। লাশ ময়না তদন্ত শেষে নিকট স্বজনদের কাছে প্রেরণ করা হয়।
উক্ত ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ বলেন, ঘটনাটি জটিল। উভয় পক্ষের ভিন্নমতের কারণে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে নিহতের পিতা সাইমদ্দিন জানান, আমার ছেলেকে মাত্র ৬ হাজার টাকার জন্য মারপিট করে এতে সে গুরত্বর অসুস্থ হলে তার মৃত্যুর আশংকায় তারা তারেকের মুখে গ্যাস ট্যাবলেট ঢুকিয়ে ইচ্ছার বিরুদ্ধে পান করায়।
ঘটনাটি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।