বগুড়া শাজাহানপুরে শ্বশুরের কাছে ধর্ষণের শিকার পুত্রবধূ!
বগুড়া জেলার শাজাহানপুর থানায় শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণের অভিযোগে দায়ের হয়েছে। এ মামলায় র্যাব ধর্ষক মোঃ শফিকুল ইসলাম টগর (৫০) কে গ্রেফতার করেছে। সে বগুড়া শহরের চকলোকমান এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র ।
ধর্ষিত পুত্রবধূ বগুড়া র্যাব ক্যাম্পে অভিযোগ জানায় যে, গত ১৬ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টায় ভিকটিমের ঘরে তার শ্বশুর হঠাৎ প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকারে তার ঘুমিয়ে থাকা মেয়ে জেগে উঠলে ধর্ষক পালিয়ে যায়। বিষয়টি নিয়ে আলাপ আলোচনা ও চিকিৎসার কারণে অভিযোগ দাখিল করতে বিলম্ব হয়েছে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে সহকারী পুলিশ সুপারদ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল ২৩ ফেব্রুয়ারী বিকেল ৪টা ৫০ মিনিটে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণের আলামতসহ ভিকটিমের আপন শ্বশুর ধর্ষক মোঃ শফিকুল ইসলাম টগরকে গ্রেফতার করে।
উক্ত ধর্ষণের ঘটনায় শাজাহানপুর থানায় অভিযোগসহ আসামীকে সোপর্দ করা হয়েছে।