শাজাহানপুর উপজেলা

বগুড়া শাজাহানপুরে শ্বশুরের কাছে ধর্ষনের শিকার পুত্রবধূ!

বগুড়া শাজাহানপুরে শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শাজাহানপুর থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় র‌্যাব ধর্ষক মোঃ শফিকুল ইসলাম টগর (৫০) কে গ্রেফতার করেছে। সে বগুড়া শহরের চকলোকমান এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র ।


ধর্ষিত পুত্রবধূ বগুড়া র‌্যাব ক্যাম্পে অভিযোগ জানায় যে, গত ১৬ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টায় ভিকটিমের ঘরে তার শ্বশুর হঠাৎ প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকারে তার ঘুমিয়ে থাকা মেয়ে জেগে উঠলে ধর্ষক পালিয়ে যায়। বিষয়টি নিয়ে আলাপ আলোচনা ও চিকিৎসার কারণে অভিযোগ দাখিল করতে বিলম্ব হয়েছে।


উক্ত অভিযোগের প্রেক্ষিতে স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, ও সহকারী পুলিশ সুপারদ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল ২৩ ফেব্রুয়ারী বিকেল ৪টা ৫০ মিনিটে বগুড়া জেলার শাজাহানপুর থানার চকলোকমান এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণের আলামতসহ ভিকটিমের আপন শ্বশুর ধর্ষক মোঃ শফিকুল ইসলাম টগরকে গ্রেফতার করে।


উক্ত ধর্ষণের ঘটনায় শাজাহানপুর থানায় অভিযোগসহ আসামীকে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button