সারিয়াকান্দি উপজেলা

জনবল সংকটের কারণে ৩১শয্যার স্টাফ দিয়েই চলছে ৫০শয্যার হাসপাতাল

বগুড়ার সারিয়াকান্দি উপজেলাটি ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে প্রায় ২ লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা হচ্ছে ৫০শয্যা বিশিষ্টি সারিয়াকান্দি সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু জনবল সংকটের কারণে ৩১শয্যার হাসপাতাল পরিচালনাকারি স্টাফ দিয়েই চালানো হচ্ছে ৫০শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কেন্দ্রটি।


এর ফলে এই কমপ্লেক্সে কোন উন্নত চিকিৎসা মিলছে না, তাই ভেঙ্গে পড়েছে বর্তমান স্বাস্থ্য সেবা কার্যক্রম। যার কারণে রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের। রোগীদের বিভিন্ন অজুহাতে পাঠানো হচ্ছে সদরের হাসপাতালে। এতে করে রোগীরা ভোগান্তিতে রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button