বগুড়ার শেরপুর ছাত্রীকে উত্যক্ত করায় এসএসসি পরীক্ষার্থী গ্রেফতার

বগুড়া জেলার শেরপুর উপজেলার দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করাসহ তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেয়ার ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশি।
গ্রেফতার হওয়া ওই পরীক্ষার্থীর নাম মো. জিহাদ হোসেন (১৭)। সে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সিংড়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। গত রবিবার সন্ধ্যারাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
ভিযোগে জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের চাটাইল গ্রামের আব্দুস সামাদের মেয়ে স্থানীয় কচুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জিহাদ হোসেন।
এমনকি কৌশলে ওই ছাত্রীর ছবি সংগ্রহ করে তাকে প্রেম প্রস্তাব দেয় সে। কিন্তু তাতে রাজি না হওয়ায় ওই ছবি ও তাকে নিয়ে মানহানিকর মন্তব্য লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে থানায় অভিযোগ দেয়া হয়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।