বগুড়ার মেধাবী চিত্রশিল্পী আবু লায়েছ নিক্সনের জীবনী
দেশের অত্যন্ত মেধাবী একজন চিত্রশিল্পী মোঃ আবু লায়েছ নিক্সন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ অসংখ্য চিত্র একে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছেন। দেশে-বিদেশে এ পর্যন্ত ১৪টি গ্রুপ আর্ট এক্সিবিশন ও একটি একক চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। চিত্রশিল্পী হিসেবে ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ একটি আন্তর্জাতিক পুরস্কারসহ মোট সাতটি একাডেমিক পুরস্কার অর্জন করেছেন।
দেশের অত্যন্ত মেধাবী একজন চিত্রশিল্পী মোঃ আবু লায়েছ নিক্সন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ অসংখ্য চিত্র একে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছেন। দেশে-বিদেশে এ পর্যন্ত ১৪টি গ্রুপ আর্ট এক্সিবিশন ও একটি একক চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি।
চিত্রশিল্পী হিসেবে ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ একটি আন্তর্জাতিক পুরস্কারসহ মোট সাতটি একাডেমিক পুরস্কার অর্জন করেছেন। জাপানের সুকুবা মিউজিয়ামের জাতীয় চিত্রশালায় একটি আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনীতে তার করা ‘কালিতলা ঘাট’ নামক চিত্রকর্ম প্রশংসিত হয়। এরপর একাধিকবার ‘মাউন্ট ফুজি আর্ট কনটেস্টে’ তার আঁকা চিত্রকর্ম নির্বাচিত হয়। সারদা পুলিশ একাডেমিসহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কয়েকটি ক্যান্টনমেন্ট তার চিত্রকর্ম সংগ্রহ করেছে।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডায়েরি থেকে প্রকাশিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির পাঠ-প্রতিক্রিয়া সংকলন ‘অসমাপ্ত আত্মজীবনী নানা আলোয় নানান স্বরে ’গ্রন্থে স্থান পেয়েছে নিক্সনের আঁকা বঙ্গবন্ধুর ২৫টি প্রতিকৃতি।
গ্রন্থের মুখবন্ধ লিখেছেন এবং তত্ত্বাবধান করেছেন দেশের বরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। গ্রন্থটি পেন্সিল পাবলিকেশন্স থেকে প্রকাশ হয়েছে। প্রতিকৃতিগুলোতে চিত্রশিল্পী মোঃ আবু লায়েছ নিক্সনের মেধার পরিচয় মেলে। এ প্রসঙ্গে শিল্পী মোঃ আবু লায়েছ নিক্সন বলেন, প্রতিকৃতি আঁকা মানে হুবহু চেহারা আঁকা নয়। একটি প্রতিকৃতি সেই মানুষের ব্যক্তিত্ব ও চরিত্রকে বহন করে। আমি বঙ্গবন্ধুর প্রতিটি প্রতিকৃতি আঁকতে গিয়ে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।
প্রসঙ্গত, চিত্রশিল্পী মোঃ আবু লায়েছ নিক্সনের জন্ম ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায়। তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় আবু লায়েছ নিক্সন। ২০০১ সালে উচ্চ মাধ্যমিক পড়াকালীন হঠাৎ রাজশাহী আর্ট কলেজে প্রি-ডিগ্রীতে ভর্তি হোন। সেখানে সাফল্যের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সবগুলো কলেজের ফলাফলে প্রথম বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন। পরবর্তীতে একই প্রতিষ্ঠান থেকে ড্রইং এ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। সেখানেও দেশের সব আর্ট কলেজের মধ্যে স্নাতক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। বর্তমানে আঁকা-আঁকির কাজেই ব্যস্ত রয়েছেন তিনি। তার জন্য অনেক অনেক শুভ কামনা।