বগুড়া শিবগঞ্জে রংপুর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ,আহত ২০
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুরে রংপুর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আনুমানিক ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩জনের অবস্থা আশংঙ্খাজনক।
হাইওয়ে পুলিশসূত্রে জানা যায়, আজকে বুধবার আনুমানিক বেলা ১২ ঘটিকার সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা আইভি পরিবহনের সাথে ফরিদপুর আটরশি দরবার থেকে ফিরে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
স্থানিয়দের মাধ্যমে আরো জানা যায়, আটরশি দরবার থেকে ছেড়ে আসা একটি বাসটি ওভারটেকিং করতে গেলে তাকে সাইড দিতে গিয়ে আইভি পরিবহনের সামনের ডানপার্শ্বে হালকা সংঘর্ষে উক্ত আইভি পরিবহন রাস্তার পার্শ্বে খাদে পরে উল্টে যায়।
উক্ত দূর্ঘটনায় বেশ কিছু যাত্রীর হতাহতের বিষয়টি বাসের মধ্যে থাকা জাহেদুল নিশ্চিত করেছেন।
আহতদের মধ্য নূরে আলম, মোস্তফা, কাউছার এর পরিচয় জানা গিয়েছে। তাদের সবার বাড়ি গাইবাদ্ধায়। এদের মধ্যে কাউছার নামক শিশুর হাতের আঙ্গুলগুলো কেটে হাত থেকে বিচ্ছিন্ন হয়েছে।
হাইওয়ে পুলিশ দীর্ঘ ২ঘন্টা পর খাদে পরা বাসকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করেছেন।