বগুড়া সদর উপজেলাবগুড়ায় থাকা

শেষ সময়ে জমজমাট হয়ে উঠেছে বগুড়া বইমেলা।

বগুড়া বইমেলা শেষ হতে যাওয়ার আগ মহূর্তে জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিন দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সেই সঙ্গে মেলায় বেড়েছে বিভিন্ন ধরনের বই বিক্রিও। বেশি বিক্রির তালিকায় রয়েছে উপন্যাস ও শিশুতোষ বই।


গতকাল মঙ্গলবার কর্মব্যস্ততার মধ্যেও সকাল থেকেই বইমেলায় বইপ্রেমীদের পদচারণা ছিল লক্ষণীয়। মেলাপ্রাঙ্গণে বই কেনাকাটার পাশাপাশি বইপ্রেমীরা উপভোগ করছেন সংস্কৃতিক অনুষ্ঠান।


বগুড়ায় শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিদিন চলছে সাংস্কৃতিক উৎসব। গতকাল বগুড়া বইমেলায় নতুন বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button