বগুড়া সদর উপজেলা

বুধবার বগুড়ায় সকাল থেকে চলছে মৃদু আকারে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত

বগুড়া জেলায় সকাল থেকে ১০টা পর্যন্ত থেমে থেমে হালকা বর্ষণের আবহাওয়া অফিসের রেকর্ড দশমিক ৬ মিঃ লিঃ পরিমাণ

বগুড়া জেলায় সকাল থেকে ১০টা পর্যন্ত থেমে থেমে হালকা বর্ষণের আবহাওয়া অফিসের রেকর্ড দশমিক ৬ মিঃ লিঃ পরিমাণ । তবে দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত বেশ ঘন বর্ষণই হয়েছে ।

সেই সাথে ঝড়ো বাতাস ও বিদ্যুতের চমকে পথে মানুষের চলাচল সীমিত হয়ে পড়ে। বগুড়া আবহাওয়া অফিস জানিয়েছে, সীমিত নিম্নচাপের প্রভাবে এই বর্ষণ।


বগুড়া বিভাগের মতে ২/ ১ দিনের মধ্যে বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হলে আম, জাম , কাঠাল ও বোরো ধানের জন্য বেশ ফলদায়ক হবে এই বর্ষণ । আর বর্ষণ অব্যাহত থাকলে তা’ সার্বিক ভাবে ফসলের জন্য হবে অকল্যাণকর ।

এই বিভাগের অন্য খবর

Back to top button