বগুড়া সদর উপজেলাবিনোদন
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বগুড়ায় মহুয়া নৃত্যনাট্য মঞ্চায়িত
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ টিটুু মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে ময়মনসিংহ গীতিকা অমর প্রেমকাহিনি নৃত্যনাট্য মহুয়া পালার ৮ম প্রযোজনা এবং ৬ষ্ঠ প্রদর্শনী মঞ্চস্থ হয়। অনুষ্ঠানের শুরুতেই আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ ও বগুড়া থিয়েটারের সভাপতি এএইচ আযম খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশের প্রতি এই নৃত্যনাট্যটি উত্সর্গ করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন আব্দুল মোবিন জিন্নাহ ও তানজিনা সেলিম।