ধুনট উপজেলা
বগুড়ার ধুনটে কাবা’ঘরের ব্যঙ্গচিত্র ফেসবুকে প্রচার করায় দুইজন আটক
বগুড়ার ধুনটে কাবা’ঘরে ব্যঙ্গচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করায় দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের উপজেলার মথুরাপুর বাজার থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো, উপজেলার মথুরাপুর ইউনিয়নের শুভাষ চন্দ্র (৪৫) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার লিটন মিয়া (২০)।
জানা গেছে , উপজেলার পিরহাটি গ্রামের শুভাষ চন্দ্রের ছেলে শুভ কুমার (২০) পেশায় জুয়েলারী কারিগর। মথুরাপুর বাজারে বৈশাখী জুয়েলার্সে কাজ করতো সে । ২৫ ফেব্রুয়ারী শুভ কুমার নিজের ফেসবুক একাউন্ট থেকে ইসলাম ধর্মকে কটুক্তি করে ও কাবা’ঘরের ব্যঙ্গচিত্র প্রচার করে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শুভ কুমার পালিয়ে যায়। পরে পুলিশ শুভ কুমারের বাবা শুভাষ চন্দ্র ও বন্ধু লিটন মিয়াকে আটক করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনার মুলহোতা শুভ কুমারকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।