বগুড়া সদর উপজেলা
বৃহস্পতিবার বগুড়ায় ১১তম পোল্ট্রী রোডশো অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার: সুস্থ সবলজাতি চাই মুরগীর ডিম ও মাংস খাই এই শ্লোগান নিয়ে জয়পুরহাটে আর্ন্তজাতিক পোল্ট্রী রোড শো দিবস উদযাপিত হয় ।
জেলা প্রানী সম্পদ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার শহরের সাতমাথা বীর শ্রেষ্ঠ স্কয়ার হতে সকাল ১১ টায় রোড শো বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পল্ট্রী এসোসিয়েশন কার্য্যালয়ে এসে শেষ হয়।