বিনোদন

হিরো আলমের আবারো নতুন চমক ‘কামড় দিও না’


দেশের অন্যতম ইন্টারনেট তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। নিজ খরচে বহু মিউজিক ভিডিও বানিয়েছেন তিনি। যার সুবাদে একটা শ্রেণির কাছে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। তাকে নিয়ে বেশি আলোচনা হয়েছে এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে।


হিরো আলম নিজেই বলেন, তার যা ইচ্ছা তিনি তাই করেন। সেই ধারাবাহিকতায় এবার নিজের কণ্ঠে গান গাইলেন সোশ্যাল মিডিয়ার এই তারকা। গানটির শিরোনাম ‘কামড় দিও না’। এটির সংগীতায়োজন করেছেন রাহুল। গানটি নিয়ে একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। খুব শিগিগির এটি প্রযোজনা প্রতিষ্ঠান সিডি মার্ক মিউজিক থেকে প্রকাশ করা হবে।


নিজের কণ্ঠে প্রথম গাওয়া গান প্রসঙ্গে হিরো আলমের বক্তব্য, আমার যা ইচ্ছা আমি তাই করি। ইচ্ছা ছিল আমি বড় সুপারস্টার হবো, তাই হয়েছি। এবার ইচ্ছা হলো আমি গান গাইবো, গেয়ে ফেললাম। খুব শিগগির গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু করব। আশা করি দর্শক-শ্রোতাদের গানটি ভালো লাগবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button