দুপচাঁচিয়া উপজেলা
দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর বাসস্ট্যান্ড এলাকায় আবর্জনার স্তুপে ঢাকা শহীদ মিনারের বেদি
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর বাসস্ট্যান্ড এলাকায় ময়লা আবর্জনার স্তুপে ঢাকা পড়ে গেছে শহীদ মিনারের বেদি। সেই সাথে শহীদ মিনারের বেদির ওপর অনেক সময় বিভিন্ন যানবাহন স্ট্যান্ড করে রাখছেন অনেকেই। একটি জনগুরুত্বপূর্ণ এলাকায় এভাবে শহীদ মিনারের মান ক্ষুন্ন করায় ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন স্থান থেকে সাহারপুকুরবাজার বাসস্ট্যান্ডে আসা লোকজন। সেই সাথে ভাষার মাস সত্ত্বেও শহীদ মিনারের সম্মান রক্ষায় বোধোদয় না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শহীদ মিনারের বেদির ওপর দালান ঘর নির্মাণের সামগ্রী রেখে দীর্ঘদিন যাবত চলছে কাজ। তাছাড়া শহীদ মিনারের পূর্বপাশ ঘেষে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে গড়ে ওঠেছে দু-তিনটি দোকান ঘর। যার ফলে শহীদ মিনারটি যেমনি হারিয়েছে সৌন্দর্য ও স্বকীয়তা, তেমনি ভুলুণ্ঠিত হচ্ছে এর মর্যাদা।