জাতীয়

নিউইয়র্কে বিনম্র শ্রদ্ধায় বগুড়া সমিতির একুশ পালন


নিউইয়র্কে বগুড়া সমিতি অব নর্থ আমেরিকার ইনক্ বিনম্র শ্রদ্ধায় মহান একুশে ফেব্রুয়ারি পালন এবং উৎসাহ-উদ্দীপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করেছে। গত ২০ ফেব্রুয়ারি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় জ্যামাইকার কিং কাবাব রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত সদস্যরা তাঁদের পরিবারসহ তুষারপাতকে উপেক্ষা করে উপস্থিত হয়ে সবাই একত্রিতভাবে মহান একুশের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। নতুন প্রজন্মের এ দেশে যারা জন্মগ্রহণ করেছে এই আলোচনায় অংশ নেয়। তারা বাংলা ভাষার ওপর তাদের নিজস্ব মতামত ব্যক্ত করে আলোচনা করে। যা প্রবাসে একান্তই বিরল। আলোচনার পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সমিতির সদস্য মাহবুবুর রহমান।

এই বিভাগের অন্য খবর

Back to top button