ধুনট উপজেলা

বগুড়ার ধুনটে মাছ ধরতে নদীতে ডুব দিয়ে জেলে নিখোঁজ


বগুড়ার ধুনট উপজেলার বাঙ্গালী নদীতে মাছ ধরতে নেমে সুমন কুমার (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। সুমন কুমার বগুড়ার গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের মনি হাওয়ালদারের ছেলে।


জানা গেছে, শনিবার দুপুর একটার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের ফরিদপুর ঘাট এলাকায় বেড় জাল দিয়ে সুমন কুমার ও তার সহযোগীরা মাছ ধরতে নামে। এ সময় সুমন কুমার মাছ ধরার উদ্দেশে পানিতে ডুব দেয়। এরপর তিনি আর ভেসে ওঠেননি। অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি। ফলে ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদেরকে সংবাদ দেয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button