বগুড়া সদর উপজেলা
বগুড়ায় ‘পুলিশ মেমোরিয়াল ডে ২০১৯’ পালিত
কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশ বগুড়া কর্তৃক ‘পুলিশ মেমোরিয়াল ডে ২০১৯’ শুক্রবার (১ মার্চ) তৃতীয়বারের মতো পালিত হওয়া এ অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় বিভিন্ন সময়ে নিহত বগুড়া জেলার অধিবাসী ১৯ জন পুলিশ সদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানোনো হয়। এ সময় পুলিশ লাইন্স বগুড়ায় স্থাপিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. আলী আশরাফ ভূঞা বিপিএম বার। পিবিআই বগুড়ার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জনাব শরিফ উদ্দীন।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় নিহত পুলিশ পরিবারের সদস্যদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।