বগুড়া সদর উপজেলা

বগুড়ায় লোকসানের মুখে পোলট্রি শিল্প


বগুড়ায় মোট পোলট্রি খামার রয়েছে ৫ হাজার ২শ’টি। তন্মধ্যে রেজিষ্ট্যার্ড খামার রয়েছে ৩ হাজার ৭৬৪টি। অবশিষ্ট ১ হাজার ৪৩৬টি খামার আনরেজিষ্ট্যার্ড। আবার সমুদয় খামারের মধ্যে বয়লার+সোনালী মুরগীর খামার রয়েছে ৪ হাজার এবং লেয়ার মুরগীর খামার রয়েছে ১হাজার ২শ’।

একাধিক খামার সূত্রে আরো জানা গেছে, এসব খামারের অনেকগুলোতে বর্তমানে নিয়মিত ভাবে রোগ-বালাইয়ে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে শত শত মুরগী। এ নিয়ে বগুড়ার খামারীরা শঙ্কায় থাকলেও তাদের আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। এদিকে ফাউল কলেরা ভাইরাসের কারণে উত্তর জনপদের বিভিন্ন জেলায় মুরগীর খামারগুলো বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কায় রয়েছে।


বগুড়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, কিছু কিছু পোলট্রি খামারে কলেরা, মাইক্রো প্লাজমায় আক্রান্ত হয়ে মুরগী মারা গেলেও তা ছড়িয়ে পড়েনি। তাই খামারীদের আতঙ্কিত না হতে পরামর্শ দেয়ার পাশাপাশি খামারগুলোকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট প্রদান অব্যাহত রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button