বগুড়া সদর উপজেলা
আগামীকাল থেকে বগুড়ায় ৭ দিনের এসএমই পণ্যমেলা শুরু
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে আগামীকাল রবিবার (৩ মার্চ) থেকে বগুড়ায় সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু হচ্ছে। জেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এই মেলার আয়োজন করছে।
শনিবার বিকালে বগুড়া সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এসব তথ্য জানান। মেলায় ৫৬টি স্টল থাকবে। এসব স্টলে পাটজাত, হ্যান্ডিক্রাফট, চামড়াজাত, খাদ্য প্রক্রিয়াজাত পণ্য প্রস্তুতকারি প্রতিষ্ঠানের পাশাপাশি কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারি প্রতিষ্ঠান, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য প্রস্তুতকারি প্রতিষ্ঠান, প্লাস্টিক শিল্প, হস্ত ও কারু শিল্প, জুয়েলারি, খেলনাসহ দেশীয় এসএমই শিল্প প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিন বেলা ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় কোনও প্রবেশ মূল্য থাকছে না। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এই মেলায় বিদেশি বা আমদানিকৃত কোনও পণ্য থাকবে না। দেশীয় উৎপাদনকারি বা সেবামূলক ক্ষুদ্র, মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। আঞ্চলিক এ মেলায় জামালপুর ও রাজশাহী জেলার ৩টি স্টল থাকছে।