ধুনট উপজেলা

ধুনটে ইসলাম নিয়ে কটূক্তি, অভিযুক্তের ফাঁসির দাবি



বগুড়ার ধুনট উপজেলায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ ও কটূক্তি করার অভিযোগে আটক শুভ কুমারের ফাঁসির দাবিতে শনিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


এদিকে এ ঘটনার মূলহোতা শুভ কুমারকে (২০) সাত দিনের রিমান্ডের আবেদন করে শনিবার সকালের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।


মামলা সূত্রে জানা যায়, উপজেলার পিরহাটি গ্রামের শুভাষ চন্দ্রের ছেলে শুভ কুমার (২০) পেশায় জুয়েলারী কারিগর। তিনি মথুরাপুর বাজারে বৈশাখী জুয়েলার্সে কাজ করেন।


গত ২৫ ফেব্রুয়ারি শুভ কুমার নিজের ফেসবুক ওয়ালে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া একই ফেসবুক ওয়ালে ইসলাম ধর্মকে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রচার করা হয়।


এ ঘটনায় উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম বাদী হয়ে শুভ কুমারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে শুভ কুমারকে গ্রেপ্তার করে।


এদিকে গ্রেপ্তার শুভ কুমারের ফাঁসির দাবিতে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মথুরাপুর বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সেখানে প্রায় ৩০ মিনিট ধরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button