বগুড়া সদর উপজেলা

বগুড়ায় চলন্ত মেইল ট্রেনের বগী লাইনচ্যুত অল্পে বড় দূর্ঘটনা থেকে শতাধিক যাত্রীর রক্ষা


বগুড়ায় চলন্ত ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পে রক্ষা পেলেন শতাধিক ট্রেন যাত্রী । রবিবার রাতে ঘটনাটি ঘটে বগুড়ার গাবতলী রেলস্টেশন এলাকায় ।


জানা গেছে , গতকাল রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রংপুরের বুড়ীমারী স্থল বন্দর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী মেইল ট্রেনটি পূর্ব বগুড়ার গাবতলী রেল ষ্টেশন অতিক্রম করার একটু আগে ট্রেনের পেছনের ২টি যাত্রী বোঝাই বগী বিকট শব্দে লাইনচ্যুত হয় । এসময় চলন্ত ট্রেনটি প্রায় অর্ধ কিঃমিঃ রাস্তা অতিক্রমের পর এর চালক ট্রেনটি থামিয়ে দিতে সক্ষম হয় । ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন উদ্ধারকারী দল দ্রুত সেখানে যায় ।


গাবতলী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে আমাদের সময় ডট কমকে জানায় , রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা করোতোয়া মেইল ট্রেনটি গাবতলী রেলষ্টেশন অতিক্রমের একটি আগে দুর্ঘটনা কবলিত হয় । এসময় চলন্ত ট্রেনের পেছনের ২টি বগী লাইন চ্যুত হলেও বড় ধরনের কোন ঘটনার আগেই ট্রেন চালক ট্রেনটি থামিয়ে দিতে সক্ষম হয় । তবে তৎক্ষনাত ভাবে পুলিশের পক্ষে হতাহতের বিষয়ে কোন তথ্য জানানো হয়নি।
শেষ খবর পাওয়া পর্য়ন্ত উদ্ধারকারী দল সেখানে পাঠানো হচ্ছিল বলে জানা গেছে।

সূত্র-আমাদের সময় ডট কম

এই বিভাগের অন্য খবর

Back to top button