কাদেরের চিকিৎসার জন্য এবার ভারত থেকে আসছেন চিকিৎসক
কাদেরের চিকিৎসার জন্য এবার ভারত থেকে আসছেন লক্ষ হৃদয় জয় করা ডা. দেবী শেঠি
গোলাম রব্বানী শিপন, স্টাফ রিপোর্টার:আজকের দিনে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির নাম জানে না এমন লোক খুব কমই পাওয়া যাবে, যিনি হৃদয় কাটা ছেড়া করেও লক্ষ লক্ষ হৃদয় জয় করেছেন। তিনি আজ ঢাকা- হৃদরোগে আক্রান্ত শয্যাশায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে আসছেন।সোমবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে ডা. দেবী শেঠি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের।এর আগে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য রোববার সন্ধ্যার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পৌঁছান সিঙ্গাপুরের একটি চিকিৎসক দল। তবে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া।গতকাল রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ-এর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে প্রাথমিক ওষুধপত্র দেওয়ার পর তার এনজিওগ্রাম করা হয়। তাতে তার হৃদযন্ত্রের রক্তনালীতে তিনটি ব্লক চিহ্নিত হয়। এর মধ্যে বাম পাশের প্রধান রক্তনালীর ব্লকটি স্টেন্ট (রিং) পরানোর মাধ্যমে অপসারণ করা হয়। শারীরিক অবস্থা বিবেচনায় বাকি দুইটি ব্লক অপসারণের জন্য কোনো প্রক্রিয়া শুরু করা যায়নি।