দূষণে বিপর্যস্ত বগুড়ার করতোয়া নদী
বিপন্ন করতোয়া নদী। কোথাও হাঁটুপানি, কোথাও আবার শুকিয়ে গেছে। সম্প্রতি বগুড়া শহরের ফতেহ আলী সেতু এলাকায়। • নদী দখল করে স্থাপনা গড়ায় সংকুচিত হচ্ছে করতোয়া • ময়লা-আবর্জনা, বর্জ্যের দূষণে কালো হয়ে গেছে পানি • দুর্গন্ধে দম বন্ধ হওয়ার অবস্থা নদীপারের মানুষের • জলজ প্রাণী বেঁচে থাকার মতো অক্সজিন নেই নদীতে একসময় খরস্রোতা এই নদীতে নৌকা চলত, জেলেরা মাছ ধরতেন, নৌকাবাইচে মেতে উঠত নদীপারের মানুষ।
নদী ঘিরেই ছিল এখানকার কৃষি, অর্থনীতি, যোগাযোগ ও সংস্কৃতি। বগুড়ার ‘হৃৎপিণ্ড’ বলে পরিচিতি সেই করতোয়া এখন দখল-দূষণে শ্রীহীন ও গতিহারা মরা খাল। নদীর জায়গা দখল করে স্থাপনা তৈরি করায় প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে করতোয়া। ময়লা-আবর্জনা, কারখানার তরল বর্জ্য ফেলার করণে দূষণে কুচকুচে কালো হয়ে গেছে পানি। দুর্গন্ধে দম বন্ধ হওয়ার অবস্থা নদীপারের মানুষের। জলজ প্রাণী বেঁচে থাকার মতো অক্সজিনেও নেই নদীতে। কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার বলেন, গঙ্গার চেয়েও তিন গুণ বড় ছিল করতোয়া। দখল–দূষণে করতোয়া এখন মরা খাল।
করতোয়ার উজান-ভাটি—সবখানেই শত্রু।