বগুড়া সদর উপজেলা
বগুড়ায় সিলিন্ডারের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বগুড়া জেলা শাখার উদ্যোগে রবিবার দুপুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিলিন্ডারের নিরাপদ ব্যবহার সম্পর্কে অবহিতকরণ এবং বিদ্যালয়ভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ভিবিডি বগুড়া জেলা শাখার সভাপতি শিশু ও যুব সংগঠক সঞ্জু রায় এবং জেলা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে প্রথমে শহরের বাদুড়তলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাধ্যমে তাদের পরিবার, প্রতিবেশী ও এলাকাকে শুধুমাত্র নিজেদের একটু সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কিভাবে সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন ভিবিডি বগুড়ার নেতৃবৃন্দরা। পরবর্তীতে গ্যাসের কাজ করা হয় শহরের এমন গুরুত্বপূর্ণ দোকান, ব্যবসা-প্রতিষ্ঠান ও বিভিন্ন হোটেলে এ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সেই সাথে উল্লেখযোগ্য স্থানে সিলিন্ডার এর সঠিক ব্যবহারসহ দাহ্য পদার্থ কিভাবে সুরক্ষিত রাখা সম্ভব সেগুলোর দৃশ্যমান ব্যানার লাগায় ভিবিডি নেতৃবৃন্দরা যাদের এই সেচ্ছাসেবী কাজে সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে ইয়ূথ লিডারদের সাথে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন জার্নালবিডি২৪.কম এর প্রকাশক ও বিশিষ্ঠ ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ।