সোনাতলা উপজেলা
লোহার জিনিস গ্রামে তৈরি
যান্ত্রিকতার এই সময়েও হাপর টানিয়ে লোহা পিটানোর কাজ চলে বগুড়ার প্রত্যন্ত একটি গ্রামে। গ্রামটির নাম গড়চৈতন্যপুর। এই গ্রামের মানুষকে কাজের জন্য বসে থাকতে হয় না, ছুটতে হয় না দূরের নগরে। এখানে লোহার তৈরি দা, বটি, ছুরিসহ গৃহস্থালির কাজে ব্যবহৃত সামগ্রী তৈরি করে বিক্রি করা হয়। গড়চৈতন্যপুর গ্রাম, সোনাতলা, বগুড়া, ৩ মার্চ।
ছবি: সোয়েল রানা
ছবি: সোয়েল রানা