উপজেলাকাহালু উপজেলা

কাহালু উপজেলা সমাজসেবা অফিসে ঋণ বিতরণ

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া লাইভ): সোমবার বগুড়ার কাহালু উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক অত্র উপজেলার বীরকেদার ইউপির মিয়া পাড়ায় সমাজসেবা প্রকল্পে ০৩ জন ঋণ গ্রহীতার মাঝে ৬০ হাজার টাকা আরএসএস ক্ষুদ্র ঋণ পুনঃবিনিয়োগ করেন কাহালু উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদ হাসান।

মোঃ জাহিদ হাসানের জোড়ালো পদক্ষেপের কারণে মাঠ পর্যায়ে ১৮-২০ বারে পুরো বিতরণকৃত ঋণ আদায় করা হচ্ছে এবং সেই প্রেক্ষিতিতে গত মাসে অত্র কার্যলয় হতে প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা ক্ষুদ্র ঋণ পুনঃবিনিয়োগ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button