আদমদিঘী উপজেলা
আদমদীঘিতে ৬ ফার্মেসীর জরিমানা

ফার্মেসীতে যৌন উত্তেজক ট্যাবলেট, বিক্রি নিষিদ্ধ ঔষধ রাখা ও বৈধ কাগজপত্র না থাকার দায়ে আদমদীঘির চাঁপাপুর ও কুন্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬টি ফার্মেসীর মালিকে ১২ হাজার টটাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে আগামীতে যেন এই ধরনের বেআইনী কারবার না করা হয় সেজন্য সতর্ক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমানের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন। অভিযানে বগুড়া জেলা ঔষধ তত্বাবধায়ক আহসান হাবিবসহ আইনশৃংখলা বাহিনী উপস্থিত ছিলেন।