আদমদিঘী উপজেলা

বগুড়ার আদমদীঘি উপজেলার জংশন রোডের বেহাল অবস্থা


বগুড়ার আদমদীঘিতে জনগুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক খানাখন্দকে বেহাল হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এসব সড়ক দিয়ে প্রতিদিন ৩০ থেকে ৪০টি গ্রামের হাজার হাজার মানুষ আদমদীঘি উপজেলা সদর এবং সান্তাহার জংশন স্টেশন শহরে যাতায়াত করে থাকেন। ফলে ভোগান্তিতে পড়তে হয় এসব যাত্রীকে।


উপজেলার আদমদীঘি রেলওয়ে স্টেশন থেকে সান্তাহার সাইলো পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার, কেশরতা গ্রামের দেড় কিলোমিটার, মুরইল থেকে নসরতপুর, সুদিন গ্রামের সড়কের কিছু অংশসহ বিভিন্ন সড়কের অসংখ্য খানাখন্দক সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়কগুলো খারাপ হওয়ায় একাধিক প্রাণহানিসহ ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। বগুড়া সড়ক ও জনপথ বিভাগের এসব রাস্তার নির্মাণকাজ করা হয়েছে কোনোটি ২০০২ সাল ও কোনোটি কাজ হয়েছে ২০০৬ সালে। কিন্তু অদ্যাবধি রাস্তাগুলো সংস্কার করা হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button