শিক্ষা প্রতিষ্ঠান

বগুড়া কলেজকে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ” নামকরণ করার লক্ষ্যে গণ স্বাক্ষর কর্মসূচি


বগুড়া কলেজ এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ নামকরণ করার লক্ষে বগুড়ায় গণ স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের প্রানকেন্দ্র সাতমাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ নামকরণ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। গণ স্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button