বগুড়া সদর উপজেলা

যমুনার তীরে কংক্রিটের ব্লক স্বস্তি এনেছে বগুড়াবাসীর


বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা এবং ধুনট উপজেলার নদী তীরবর্তী সাধারণ মানুষের আতঙ্কের নাম ছিল যমুনা নদী। বর্ষা এবং খরা উভয় মৌসুমে বন্যা এবং নদী ভাঙনে প্রতিবছর বসতবাড়ি এবং শতশত একর জমি বিলীন হতো যমুনাতে। তবে গত ১০ বছরে মাটির বাঁধ এবং কংক্রিটের ব্লক তৈরি করে নদীর তীর সংরক্ষণ করায় স্বস্তি মিলেছে সেখানকার মানুষের। পানি উন্নয়ন বোর্ডের মতে, আরো কিছু কাজ করলে দুর্ভোগ থেকে চিরস্থায়ী সমাধান এবং হারানো জমি ফিরে পাবে এলাকার মানুষ।

কয়েক বছর আগেও একের পর এক মাটির বাঁধ দিয়ে কোনভাবেই যমুনার ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণ করা যেত না। তারপরই সরকার স্থায়ী পদক্ষেপ হিসেবে হাতে নেয় কংক্রিটের ব্লক দিয়ে যমুনার তীর সংরক্ষণের কাজ। এই কাজ শেষ হবার পর গত দু’বছর ধরে এলাকায় জমি ও বাড়িঘর বন্যায় বিলীন হচ্ছে না। এতে মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তি।

সূত্রঃ সময় টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button