নন্দীগ্রাম উপজেলা

বগুড়ার নন্দীগ্রামে ১৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ


বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা হাট-বাজারের ১৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চলে। বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম জানান, রণবাঘা হাট-বাজারে অবৈধভাবে গড়ে উঠা ১৪৫টি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এই উচ্ছেদ অভিযানে নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারীসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button