স্কুল

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি এবং বগুড়া অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ সাইফুল আলম এসইউপি,এডবিউসি পিএসসি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম লুবনা আফরোজ। বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এর মশাল দৌড়ের মাধ্যমে খেলা শুরু করেন স্কুলের ক্রীড়া শিক্ষক। পরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার উপভোগ্য বিষয় ছিল বিভিন্ন গ্রুপের ডিসপ্লে। চারটি হাউজের মধ্যে ৬৪১ নম্বর পেয়ে শের-ই-বাংলা হাউজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয় নজরুল হাউজ। এছাড়া অত্র ফরমেশনের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্য এবং অভিভাবকবৃন্দ। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button