বিনোদন
বগুড়ার নাটক প্রিয় মানুষের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ
সুপ্রিয় সুধী,বগুড়া থিয়েটারের আয়োজনে আগামী ৯ মার্চ, শনিবার, সন্ধ্যা ৬.৩০ মিনিটে শহীদ টিটু মিলনায়তন এ মঞ্চায়িত হবে ভারতের সাড়া জাগানো নাটক লংমার্চ। নাটক পরিবেশন করবে কোলকাতার বিখ্যাত নাট্যদল অল্টারনেটিভ লিভিং থিয়েটার। নাটক দর্শনী মূল্য, ১০০ টাকা অথবা ৫০ টাকা।টিকিট প্রাপ্তিস্থান নাটক শুরুর আগে টিটু মিলনায়তন কাউন্টার।আমন্ত্রণ জানাই আপনাকে কোলকাতার এই সাড়া জাগানো নাটক দেখবার জন্য আগামী শনিবার টিটু মিলনায়তন এ সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
আমন্ত্রন
তৌফিক হাসান ময়না
সাধারন সম্পাদক
বগুড়া থিয়েটার।