দুপচাঁচিয়া উপজেলা

বগুড়ায় ১২ জুয়াড়ির কারাদণ্ড


বগুড়ার জেলার দুপচাঁচিয়া থানার জবকারা নামক স্থানে নিয়মিত জুয়া আসরে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-১২। পরে আটককৃতদেরকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।


সংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানি, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান জানান, স্কোয়াড কমান্ডার এসএম জামিল আহমেদ এবং বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জগৎবন্ধুর নেতৃত্বে একটি দল ওই স্থানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ জুয়াড়িকে গ্রেফতার করে।
ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে ৪৫ দিন এবং ৯ জনকে ২৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ১শ টাকা অর্থদণ্ড দেন।

গ্রেফতারকৃত আসামিদেরকে বগুড়া জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button