আদমদিঘী উপজেলা

সান্তাহারের গ্রামীণ সড়ক বেহাল রোগীদের চরম দুর্ভোগ


বগুড়ার সান্তাহার সাইলো থেকে আদমদীঘি রেল স্টেশন পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তার একাধিক স্থানে খানাখন্দক সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। রাস্তা খারাপ হওয়ায় একধিক যানবাহন উল্টে প্রানহাণীসহ নানা দুর্ঘটনা ঘটছে। ২০০৬ সালে বগুড়া সড়ক ও জনপথ বিভাগ রাস্তাটি নির্মাণ করে। এরপর প্রায় এক যুগ সময় পার হয়ে গেলেও রাস্তাটি সংস্কার করা হয়নি।

গুরুত্বপূর্ন এই রাস্তা দিয়ে প্রায় ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ আদমদীঘি উপজেলা সদর এবং সাস্তাহার শহর ও জংশন স্টেশন যাতায়াত করেন। দীর্ঘ দিন রাস্তাটি খারাপ হয়ে পড়ায় এলাকার কৃষকসহ প্রত্যান্ত অঞ্চল থেকে উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও সাধারণ মানুষদের চরম দুর্ভোগে পরতে হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button