বগুড়া সদর উপজেলা
হিরো আলম কারাগারে, যা বললেন স্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বগুড়ার হিরো আলমকে স্ত্রী পেটানোর মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে তাকে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আদালতে তোলা হলে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক জামিন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, হিরো আলমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে তার প্রতিবাদ করেন স্ত্রী সাদিয়া বেগম সুমি। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে নিজ বাড়িতে স্ত্রীকে পিটিয়ে আহত করেন তিনি। পরে সুমিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সাবিহা আক্তার সুমি বলেন, ‘হিরো আলম ঘটনার দিন রাতে দীর্ঘ সময় ধরে অন্য এক মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলছিল। এতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করেন। বিষয়টি পরিবারকে জানালে স্বজনরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’
এদিকে গ্রেপ্তারের আগে হিরো আলম বলেন, ‘ঝগড়ার সময় স্ত্রীকে দু’চারটা চড় থাপ্পড় মেরেছি। তবে তাকে হাসপাতালে ভর্তি করার মতো কিছু ঘটেনি। সংসারে একটু-আধটু ঝগড়া-বিবাদ হবেই।’
দ্বিতীয় বিয়ের গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, ‘কাজের সুবাদে বাইরে যেতে হয়। অনেক সময় ১০/১৫ দিন পর বাড়িতে আসি। এর সুযোগ নিয়ে আমি বিয়ে করেছি বলে গুজব ছড়ানো হচ্ছে।’
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) এসএম বদিউদজ্জামান বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (ক) ধারায় একটি মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে কারাগারে পাঠানো হয়।’