জাতীয়বগুড়া সদর উপজেলা
আন্তর্জাতিক নারী দিবসে বগুড়ায় এক ব্যতিক্রমী আয়োজন
বাংলাদেশে বগুড়ার সামাজিক সংগঠন পথের দিশা ভাসমান স্কুল কর্তৃপক্ষ, আন্তর্জাতিক নারী দিবসে বস্তির নারীদের নিয়ে দিনব্যাপি খেলাধূলাসহ এক ব্যতিক্রমী আয়োজন করে।
বগুড়ার কয়েকজন তরুণ নিজ খরচে রেল বস্তির শিশুদের জন্য একটি স্কুল খুলেছেন। পথের দিশা ভাসমান স্কুল নামেই পরিচিত স্কুলটি। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ঐ স্কুল কর্তৃপক্ষ ব্যতিক্রমধর্মী খেলাধূলার আয়োজন করেন। সেখান অংশ নেয় প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত নারী। এই আয়োজনে অংশ নিয়ে এসব নারীরা উল্লাস প্রকাশ করেছেন। বস্তির নারীদের নিয়ে এরকম ব্যতিক্রম আয়োজন করতে পেরে খুশি পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহররম আলী এবং সেক্রেটারী শামীম আহমেদ।