বগুড়া সদর উপজেলা

করতোয়া নদী দখল ও দূষণে অন্তত ৫০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের জড়িত


করতোয়া নদী দখল ও দূষণে অন্তত ৫০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের জড়িত থাকার কথা বলছে পরিবেশবাদী সংগঠনগুলো। জেলা প্রশাসনের ওয়েবসাইটে গত ২৬ ফেব্রুয়ারি ৩০ দখলদারের তালিকা প্রকাশ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলীমূন রাজীব বলেন, তালিকায় থাকা দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ মামলা করে সাত দিনের সময় বেঁধে দিয়ে নিজ থেকে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ পাঠানো হয়েছে। এরপর উচ্ছেদ অভিযান চালানো হবে। আরও দখলদার চিহ্নিত করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা কমিটির সম্পাদক জিয়াউর রহমান বলেন, করতোয়ার বগুড়া শহরের অংশেই অবৈধ দখলদার কয়েক শ। সিএস নকশা অনুযায়ী সীমানা নির্ধারণ এবং দখলদারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের জন্য তাঁরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন। আদালত ও নদী কমিশনের নির্দেশ শর্তেও জেলা প্রশাসন একটি দায়সারা তালিকা প্রকাশ করেছে।


বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, করতোয়া দখল ও দূষণ বন্ধে প্রশাসনের সদিচ্ছা, স্বচ্ছতা ও সমন্বয়হীনতার অভাব রয়েছে। নদী দখল ও দূষণকারী এবং বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা না নেওয়ায় করতোয়ার প্রাণ ফেরানো যাচ্ছে না।

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.