ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার
ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে ৬ বছরের শিশু মাহির মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার বেলা ১২টার দিকে নিখোঁজ দেলোয়ারের স্ত্রী জামশেদার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ২ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছে শিশুসহ ৪ জন।সকাল থেকেই তৃতীয় দফায় অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস এবং নৌ বাহিনীর সদস্যরা। সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।বৃহস্পতিবার রাত ১০টার দিকে বুড়িগঙ্গার সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিখোঁজ হন। লঞ্চের পাখায় নৌকায় থাকা শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়। পরে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।