স্কুল
সান্তাহারে প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া ড্রেনের দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
বগুড়া সান্তাহার কলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের পাশ দিয়ে যাওয়া কাঁচা ড্রেনের দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা। জানাযায়, সান্তাহার পৌরসভার কলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশ দিয়ে ময়লা পানি নিস্কাশনের জন্য একটি ড্রেন করা হয়। এতে করে পানি প্রবাহিত না হওয়ার কারনে জলাবদ্ধতা ও ড্রেনের দুর্গন্ধে শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের বসে থাকা কঠিন হয়ে পড়েছে।
বিদ্যালয়ের শিক্ষক আবু সায়েম জানান পৌর কর্তৃপক্ষও ড্রেনটি নিয়মিত পরিস্কার করেনা।তাছাড়া ড্রেনটিতে পাকা করে স্লাব দিলে এ রকম অবস্থা হত না। উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা আজিমা আক্তার জানান বিষয়ে সান্তাহার পৌরসভা কে মৌখিক ভাবে জানানো হয়েছে।কিন্তু তার কোন পদক্ষেপ নেয়নি। সান্তাহার পৌরসভার পৌকশলী রেজাউল ইসলাম জানান অচিরেই ড্রেনটি পরিস্কার করা হবে।